সাম্প্রতিক দেশে ও দেশের বাইরে বাজে সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটে। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। যেসব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন দেশ সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন,‘জাতীয় দলের নেতৃত্বের বর্তমান কাঠামো তার কাছে কার্যকর মনে হয়নি। এমনকি তিন সংস্করণে তিনজন অধিনায়ক থাকা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে বিসিবি চাইলে যে কাউকে অধিনায়ক করতে পারে। কিন্তু যেভাবে শান্তকে সরানো হয়েছে, সেটা সম্মানজনক হয়নি। তার সঙ্গে আগেই কথা বলা উচিত ছিল।’
তবে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তামিম বলেন,‘খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা, বোর্ডের অস্থিরতা এবং হঠাৎ করে অধিনায়ক পরিবর্তনের মতো সিদ্ধান্ত মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে।’
তবে তামিমের মতে, দেশের ক্রিকেট পরিচালনা বিভাগেও রয়েছে কাঠামোগত দুর্বলতা। তার ভাষায়,‘চেয়ারম্যানের একাদশ গঠনের সিদ্ধান্তে থাকা ঠিক নয়। তার অধীনে তিনজন নির্বাচক আছেন; কোচ, সহকারী কোচ আছেন। সবাইকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। এর পর দল ফেল করলে জবাবদিহি চাইবেন। নিজেই সবকিছুতে জড়িয়ে গেলে নির্বাচক, কোচিং স্টাফকে প্রশ্ন করবে কে?’
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হলে তামিম কী করতেন এমন প্রশ্নে, ‘নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফকে পূর্ণ স্বাধীনতা দিতাম। ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতাম। উন্নত কোচিং অভিজ্ঞতার জন্য কাউন্টির সঙ্গে কাজ করতাম, যেন আমাদের কোচরাও বিশ্বমানের কোচিং শিখতে পারেন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















