শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জাতীয় দলে ডাক পাওয়ার প্রত্যাশা ছিল উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। কিন্তু বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি তার। এই সিদ্ধান্তে হতাশ হলেও, পেশাদার মনোভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।
চট্টগ্রামে একটি অনুশীলন ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, “যদি নিয়মিত হতে পারতাম, তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেত। অবশ্যই আক্ষেপটা থাকবে। মনে হয় সুযোগটা আমি ধরতে পারিনি—যেকোনো কারণে হোক।”
সোহান আরও বলেন, “জাতীয় দলের খেলা গর্বের বিষয়। আমি এখনও জাতীয় দলে খেলতে চাই। যখন এই স্বপ্নটা থাকবে না, তখন হয়তো আর ক্রিকেট খেলব না।”
এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সোহান আমাদের বিবেচনায় আছে। তবে একই দলে একাধিক উইকেটকিপার নেওয়া সম্ভব নয়। শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। তিনি আমাদের গুরুত্বপূর্ণ ব্যাটার, সেইসঙ্গে বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়কও।”
জাতীয় দলে নিয়মিত জায়গা না পেলেও সোহান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন। নিজের আত্মবিশ্বাস ও লক্ষ্য স্পষ্ট করে জানিয়ে দিলেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আশা এখনো ত্যাগ করেননি তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














