জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যখ্যা!

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরা দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে দল ঘোষণার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষা নয়! বাংলাদেশ বেছে নিল সম্ভাব্য সেরা দলই। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে নেই পেসার তাসকিন আহমেদ। নেই লিটন কুমার দাসও। পাকিস্তান সুপার লিগে খেলতে ছুটি দেয়া হয়েছে তাকে। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন,‘চার-সাড়ে চার মাস পর আমরা টেস্টে ফিরছি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট সিরিজ আছে। এজন্য আমরা চাচ্ছি না এখানে (জিম্বাবুয়ে সিরিজে) কোনো পরীক্ষা করতে।’

এছাড়া লিপু বলন,‘লিটন দাস পিএসএলে খেলতে যাওয়ার কারণে সেখানে একটা সুযোগ তৈরি হয়েছে। নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি পিএসএল খেলার জন্য। সেখানেও সুযোগ আছে (অন্য কারও)।’

গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন,‘একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ফলাফল আকাঙ্ক্ষিত ছিল না। অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও আমরা টেস্ট জয়ের সুবাতাস পেয়েছি। গত এক বছরে তুলনামূলকভাবে দেশের (মাঠে) পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন,‘মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলা আছে। পাশাপাশি হাই পারফরম্যান্স দলেরও খেলা আছে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে দুটি সংস্করণে, এক দিনের ও চার দিনের ম্যাচের সিরিজ। আমাদের অনেক অপশন আছে যোগ্য ক্রিকেটারদের সেখানে সুযোগ দেওয়ার। সে কারণেই আমাদের সম্ভাব্য সেরা ক্রিকেটারদের নিয়েই এই দলটি সাজিয়েছি।’

Exit mobile version