জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল হারারেতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ১৪১ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে প্রথম ব্যাট হাতে নেমে জিম্বাবুয়ে বিপদের মুখে পড়ে। ওয়েসলি মাদেভেরে (১) ও ওয়ান ডাউন ব্যাটার ক্লাইভ মাদেন্দে (৮) আউট হয়ে যাওয়ায় বিপদ দেখতে পায় স্বাগতিক দল। তবে অপর ওপেনার ব্রায়ান বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজার চমৎকার ব্যাটিং জিম্বাবুয়ে ভালো একটা সংগ্রহ এনে দেয়। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রায়ান বার্ল। ২০ বলে ২৯ রান করেন তিনি। তার আগে বেনেট ২৮ বলে করেন ৩০ রান। আর সিকান্দার রাজার ৩৮ বলে ৫৪ রান ছিল উল্লেখযোগ্য। তিনটি বাউন্ডারির পাশাপাশি দুই ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
জর্জ লিন্ডে ছিলেন দক্ষিণ আফ্রিকার সেরা পারফরম্যার। ৩ ওভারে ১০ রানে ৩ উইকেট শিকার করেন।
প্রোটিয়াদের শুরুটা ছিল বেশ বিব্রতকর। ১৭ রানে দ্বিতীয় ও ৩৮ রানে তৃতীয় উইকেট হারায়। তবে চতুর্থ উইকেট জুটিকে রুবিন হারমান ও ডেওয়াল্ড ব্রেভিস চমৎকারভাবে বিপর্যয় এড়ান। তারা চতুর্থ উইকেটে ৭২ রান জড়ো করেন। হারমান ৪৫ রান করেন, ব্রেভিসের সংগ্রহ ছিল ৪১ রান। এছাড়া ১৫ বলে অপরাজিত ২৩ রান করে করবিন বস সহজ জয় নিশ্চিত করেন।
