আগামী ২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে টাইগার যুবাদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ত্রিদেশীয় এই সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে পরদিন ২৬ জুলাই, একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৮ জুলাই জিম্বাবুয়ে। এরপর আরও দু’বার করে এই তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি। ২৫ জুলাই জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। ২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ২৮ জুলাই জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ২৯ জুলাই জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। ৩১ জুলাই বাংলাদেশ-দক্ষিণআফ্রিকা। ১ আগস্ট জিম্বাবুয়ে-বাংলাদেশ। ৪ আগস্ট জিম্বাবুয়ে-দক্ষিণআফ্রিকা। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। ৮ আগস্ট জিম্বাবুয়ে-বাংলাদেশ। ১০ আগস্ট ফাইনাল।
এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।স্ট্যান্ডবাই- শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















