টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করল মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদের হাত ধরে গড়া এই দল নিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন যাত্রা।
পঞ্চপাণ্ডবদের অবসর ও অনুপস্থিতিতে বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশনে অভিজ্ঞতার অভাব প্রকট। তবে অধিনায়ক মিরাজ আশাবাদী, তরুণরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করবে।
প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন পারভেজ হোসেন। বাঁহাতি ওপেনারের এটি প্রথম ওয়ানডে। এছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাঁহাতি স্পিনার তানভির ইসলামেরও ওয়ানডে অভিষেক করিয়েছে বাংলাদেশ।
পেস বিভাগে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন তানজিম হাসান। স্পিনে তানভিরের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে যথাক্রমে বাংলাদেশের ১৫১ ও ১৫২তম ক্রিকেটার পারভেজ ও তানভির
বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, 8 তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজ রহমান।
শ্রীলঙ্কা একাদশঃনিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














