দাপুটে পারফরম্যান্সে ব্রিটিশ ওপেনের শিরোপা জিতলেন স্কটি শেফলার। চার শটের ব্যবধানে জিতেছেন তিনি। রোববার রয়্যাল পর্টরাশে ক্যারিয়ারের প্রথম ব্রিটিশ ওপেন ট্রফি নিজের করে নিলেন বিশ্বের এক নম্বর গলফার, এটি তার চতুর্থ মেজর শিরোপা।
চারদিনের প্রতিটি রাউন্ডেই ৬০-এর ঘরে স্কোর করে টুর্নামেন্ট শেষ করেন শেফলার। ফাইনাল রাউন্ডে তিন আন্ডার পার ৬৮ খেলে টুর্নামেন্ট শেষ করেন মোট ১৭ আন্ডারে। টানা ১০ বার ৫৪-হোল লিড ধরে রেখে শিরোপা জেতার কীর্তি গড়লেন তিনি।
গত দুই বছর ধরে শেফলারের আধিপত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, রোববার প্রথম হোলে বার্ডি করার পরই বাকিরা যেন শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েন। শুক্রবার সাত আন্ডার ৬৪ স্কোর করে শীর্ষস্থান দখল করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

এই জয়ে টানা ১১টি টুর্নামেন্টে টপ-১০ শেষ করার রেকর্ড হলো শেফলারের, যার মধ্যে রয়েছে চারটি শিরোপা। এর মধ্যে রয়েছে পিজিএ চ্যাম্পিয়নশিপ ও ব্রিটিশ ওপেনের শিরোপাও।
টাইগার উডসের পর দ্বিতীয় বিশ্বসেরা গলফার হিসেবে ক্লারেট জাগ ট্রফি জিতলেন শেফলার। এই জয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের তৃতীয় ধাপও পূর্ণ হলো তার।
টুর্নামেন্ট শেষ করেন হ্যারিস ইংলিশ দ্বিতীয় স্থানে। শেষ রাউন্ডে ছয় আন্ডার ৬৬ স্কোর করে টুর্নামেন্ট শেষ করেন মোট ১৩ আন্ডারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















