আবারও সেরা প্রমাণ করল ব্রাজিল। আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। দলের হয়ে গোল করেছেন সিমিওনে ও এমিল্লি।
ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাজিলের একচেটিয়া আধিপত্য। বল দখল, আক্রমণ তৈরি—সবই নিয়ন্ত্রণে রেখেছিল তারা। তবে প্রথমার্ধে গোলশূন্য থাকতে হয় ব্রাজিলকে। কলম্বিয়ার গোলরক্ষক পাওলা ভ্যালেন্সিয়ার একের পর এক দুর্দান্ত সেভে ভর করে টিকে ছিল কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ব্রাজিলের। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে অসাধারণ শটে গোল করেন সিমিওনে। ম্যাচের শেষ দিকে আমানদিনহার নিখুঁত পাস থেকে এমিল্লি ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আর গোল না হলে ২-০ তে শেষ হয় ম্যাচ।
এই জয়ে ব্রাজিল নারী ফুটসাল দল টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















