টিম ডেভিডের রেকর্ড ইনিংসে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। চাপের মুখে পড়েই জ্বলে উঠলেন টিম ডেভিড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে দ্রুত শতকের নতুন রেকর্ড গড়লেন এই মারকুটে ব্যাটার। তার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় তুলে নেয় অজিরা।
২১৫ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথমদিকে গ্লেন ম্যাক্সওয়েল (৭ বলে ২০), জশ ইংলিস (৬ বলে ১৫) এবং অধিনায়ক মিচেল মার্শ (১৯ বলে ২২) দ্রুত বিদায় নিলে মাত্র ৫.৫ ওভারে স্কোরবোর্ডে তিন উইকেটে ৬১ রান—চাপে পড়ে যায় দলটি।
ঠিক সেই মুহূর্তে ইনিংস গুছিয়ে নেন টিম ডেভিড। শুরুর পাঁচ বলে করেন মাত্র ৮ রান। এরপর বদলে যায় চিত্র। ১৬ বলেই তুলে নেন অর্ধশতক। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতির এক ওভারেই মারেন টানা চারটি ছক্কা—ওই এক ওভার থেকেই আসে ২৮ রান। পুরো ইনিংস জুড়ে ব্যাট চালিয়েছেন দুর্দান্ত নিয়ন্ত্রণে।
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে এটিই সবচেয়ে বড় জুটি—১২৮ রানের জুটিতে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন ডেভিড ও তার সঙ্গী। ১১টি ছক্কার সাহায্যে সাজানো এই ইনিংস টি২০-তে অ্যারন ফিঞ্চের পর (১৪ ছক্কা, বনাম ইংল্যান্ড, ২০১৩) দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার ইনিংস অস্ট্রেলিয়ার পক্ষে।
শেষ পর্যন্ত ২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা এবং নিশ্চিত করে সিরিজ জয়। ৩০ বলে ৯০ রানে থাকা অবস্থায় ডেভিডকে সহজ ক্যাচ দিয়ে জীবন দেন ব্র্যান্ডন কিং—ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় আসে সেখান থেকেই।
শেষ পর্যন্ত ৩৭ বলে অপরাজিত ১০২ রানে মাঠ ছাড়েন টিম ডেভিড। নির্দ্বিধায় বলা যায়—এটি অস্ট্রেলিয়ার টি২০ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শন।
