আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। আগামী ১০ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে নতুন পাওয়ার-প্লে নিয়ম। এই পরিবর্তন বিশেষ করে বৃষ্টিবিঘ্নিত বা সংক্ষিপ্ত ম্যাচগুলোর জন্য প্রযোজ্য হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ৬ ওভারকে ধরা হয় পাওয়ার-প্লে হিসেবে। কিন্তু খেলার দৈর্ঘ্য কমে এলে পুরো ৬ ওভারের পাওয়ার-প্লে অনেক সময়ই খেলায় ভারসাম্য নষ্ট করে। নতুন নিয়মে ওভারের পরিবর্তে বলের ভিত্তিতে পাওয়ার-প্লে নির্ধারিত হবে—ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ থাকবে ফিল্ডিং সীমাবদ্ধতার আওতায়।
এতে করে ১০ ওভারের ম্যাচেও পাওয়ার-প্লে থাকবে মাত্র ৩ ওভার (১৮ বল)। এর ফলে ছোট ম্যাচেও ব্যাটিং-বোলিং উভয় দলই সমান সুযোগ পাবে। খেলার গতি ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
ইতোমধ্যেই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে এই নিয়ম প্রয়োগ করা হয়েছে এবং ভালো সাড়া পাওয়া গেছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও খেলার গতিতে কোনো সমস্যা হয়নি।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে পরীক্ষামূলক প্রয়োগের পর নিয়মটি চূড়ান্তভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বেশি ন্যায়সঙ্গত এবং দর্শকবান্ধব করে তুলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















