টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার শুরু হচ্ছে চার-ছক্কার রোমাঞ্চকর লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
লঙ্কানদের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ফর্মটে বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস! তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে বলে মনে করেন লিটন। তিনি বলেন,‘অবশ্যই শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেটার। তারা নির্দিষ্ট দিনে ভালো খেলতে পেরেছে, আমরা হয়ত পারিনি।’
এছাড়া তিনি বলেন,‘টি-টোয়েন্টি ফরম্যাট এমন, নির্দিষ্ট দিনে ২-৩ জন ভালো করলে ম্যাচ বের করে নিতে পারবেন। হোম গ্রাউন্ডে ওরা অনেক ভালো দল। বোলিং সাইডও অনেক ভালো আমার মনে হয়। রহস্য (মিস্ট্রি) টাইপের বোলার আছে। এই জিনিস নিয়ে আমাদের চেষ্টা করতে হবে।’
আগামী বছর শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিষয়ে তিনি বলেন,‘অবশ্যই ভালো সুযোগ। আমরা জানি এখানে টুর্নামেন্ট আছে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা চ্যালেঞ্জ হবে। এটা বিশ্বকাপে আমাদের সাহায্য করবে।’
ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি রিশাদ হোসেন। তবে টি-টোয়েন্টিতে তিনি দলের অপরিহার্য সদস্য। তার ব্যাপারে লিটন বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার বাংলাদেশের জন্য। এটা ভালো ব্যাপার যে সে আমাদের সাথেই আছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















