গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এবার চারদিনের আসরেও (লঙ্গার ভার্সন) চ্যাম্পিয়ন হয়েছে তারা। আকবর আলির নেতৃত্বে এই সাফল্য পেয়েছে তারা। আজ শেষ রাউন্ডে সিলেট ও বরিশালের ম্যাচ ড্রয়ের সাথে সাথেই চ্যাম্পিয়ন হয় ৩১ পয়েন্ট নিয়ে ওপরে থাকা রংপুর।
শেষ রাউন্ডে খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় ছিল রংপুর। কারণ বরিশালের বিপক্ষে সিলেট জিতে গেলে সেটি আর সম্ভব হতো না। অবশেষে তৃতীয়বারের মতো এনসিএল লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন হল রংপুর। সর্বশেষ ৩ মৌসুম আগে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রংপুর। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে তাদের পয়েন্ট ৩১। আর সিলেট সমান ম্যাচে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রানার্সআপ হয়েছে।
শেষ রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে দাপট দেখিয়েছে বরিশাল বিভাগ। তানভীর ইসলামের নেতৃত্বাধীন দলটি প্রথম ইনিংসে করেছিল ৩১২ রান, বিপরীতে সিলেটের প্রথম ইনিংস থামে ২৮৭ রানে। ২৫ রানের লিড পাওয়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ইফতেখার হোসেন ইফতির ১২৮ রানের সুবাদে ২৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।

সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২০ রানের। তারা ৫ উইকেটে ১৮৭ রান করতেই দিনের খেলা শেষ হয়ে যায়। তাদের পক্ষে মুশফিকুর রহিম ৫৩ ও আসাদুল্লাহ গালিব ৬১ রান করেন। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক তানভীর ইসলাম এবং মইন খান।
ম্যাচ ড্র করে তারা সিলেটের জয়ের সুযোগ কেড়ে নিলেও, নিজেরা আসর শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ও ২ ড্রয়ের পর তাদের পয়েন্ট ২০। তাদের ওপরে থাকা খুলনার (চার নম্বরে) পয়েন্ট ২২। প্রথমবার এনসিএলে খেলতে নামা ময়মনসিংহ ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয়।
অন্যদিকে, রাজশাহী ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করেছে। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকা সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান করছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















