আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন দুঃস্বপ্নের অভিষেক আগে কখনো দেখা যায়নি। আয়ারল্যান্ডের পেসার লিয়াম ম্যাকার্থি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম ম্যাচেই ৪ ওভারে ৮১ রান দিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড—অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের।
ম্যাচের শুরুতে যখন ম্যাকার্থি বল হাতে নেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪৫/০। তার প্রথম ওভারেই শাই হোপ মারেন টানা দুই ছক্কা, ওভারে ওঠে ২১ রান। এরপর নবম ওভারে এভিন লুইসের আক্রমণে আরও বিধ্বস্ত হন ম্যাকার্থি—এক ওভারে ২৪ রান! পুরো স্পেলে তিনি হজম করেন ১১টি চার ও ৫টি ছক্কা।
এই ম্যাচেই ম্যাকার্থির সঙ্গে আরও তিনজন আয়ারল্যান্ড বোলার ৫০-এর বেশি রান দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৬ রান, যা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পুরো ইনিংসে এসেছে ২০টি চার ও ২০টি ছক্কা, বাউন্ডারি থেকেই স্কোরবোর্ডে যোগ হয়েছে ২০০ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে লুইস খেলেন দুর্দান্ত ইনিংস—৪৪ বলে ৯১ রান। আয়ারল্যান্ড পরে ব্যাটিংয়ে নেমে করে ৭ উইকেটে ১৯৪ রান। হেরে যায় ৬২ রানে, সিরিজও চলে যায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এটি ছিল সিরিজ নির্ধারক ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














