বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে কার্যনির্বাহী পরিষদের সদস্য গোলাম মারুফ মনা আর নেই। শনিবার, সকাল ৯:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর । গাইবান্ধা পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে ।
গোলাম মারুফ মনা শুধু টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ছিলেন না। একই সাথে ছিলেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি । নিজে একজন টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। খেলা ছাড়ার পর, উনার হাত দিয়ে বহু খেলোয়াড় সৃষ্টি হয়েছে । শুধু তাই নয় বর্তমানে চীনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শিবিরেও রয়েছে তাঁর তৈরি খেলোয়াড় ও কোচ ।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে । মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন । বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন পূর্বের ন্যায়, তাঁর পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়াবার অঙ্গীকার করছে ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















