বয়স মাত্র ৩৬! বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার তিনি। সামনে অনেক রেকর্ডের হাতছানি! কিন্তু হঠাৎ কিনা ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলি জানিয়ে দিয়েছেন, সাদা পোশাকের ক্রিকেটে আর মাঠে নামবেন না।
ভারতের কিংবদন্তি কোহলির এমন অবসরের খবরে স্তব্ধ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন। সোমবার বিকেলে মিরপুরে আমিরাত সফর-পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে লিটন বলেন,‘এই অধিকার সবারই আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। তিনি যথেষ্ট পরিণত। তাঁর সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’
কোহলি আর পাঁচজন সাধারণ ক্রিকেটারের মতো নন। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের বাইরেও একটা ছাপ রেখে যাচ্ছেন তিনি। এই সংস্করণে খেলার ধরনে আক্রমণাত্মক মনোভাব নিয়ে এসেছেন। ১২৩ টেস্টের মধ্যে ৬৮টিতেই খেলেছেন অধিনায়ক হিসেবে, জয় ৪০টিতে। ৩০ সেঞ্চুরি আর ৯২৩০ রান তো আছেই।
বিরাটের কীর্তি স্মরণ করে লিটন বলেছেন, ‘সে যা করছে আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা শুধু ভারতের জন্য নয়। টেস্ট সংস্করণকে অনেকখানি আক্রমণাত্মক করেছে। তার আচরণ বলেন, ক্রিকেটের জ্ঞান বলেন, এ রকম একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না!’
ভবিষ্যতে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামলে কোহলি থাকবেন না বাংলাদেশের প্রতিপক্ষ শিবিরে। এতে খুশি হওয়ার কথা বাংলাদেশের সব ক্রিকেটারেরই। তবে কোহলির প্রতি সম্মান জানাতেই কি না, লিটন বললেন, ‘একটা সময় তো সব খেলোয়াড়কেই অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করব (কোহলিকে), যেহেতু আমি অনেক দিন খেলেছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















