কলম্বো টেস্টে মাঠে নামার পরই আরেকটি স্মরণীয় অর্জন নিজের করে নিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে তিনি ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে, উইকেটরক্ষক হিসেবে টেস্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক এখন লিটন।
গল টেস্টে মুশফিকের সমান ১১৩টি ডিসমিসাল ছুঁয়ে রেকর্ড ভাগাভাগি করলেও, কলম্বোতে সেটি ছাড়িয়ে যান তিনি। এখন পর্যন্ত লিটনের মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪-তে, যার মধ্যে রয়েছে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং।
বিপরীতে, মুশফিকের নামের পাশে রয়েছে ১১৩ ডিসমিসাল—তবে তা করতে লেগেছে ৯৯ ইনিংস, যেখানে লিটনের প্রয়োজন হয়েছে মাত্র ৬৫ ইনিংস।
এই তুলনামূলক পারফরম্যান্স লিটনের দক্ষতার প্রমাণ দিচ্ছে। ইনিংসপ্রতি তার ডিসমিসাল সংখ্যা ১.৭৫৩, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা। এ ক্ষেত্রে নুরুল হাসান সোহান (১.৮৮) সামান্য এগিয়ে থাকলেও, তার ইনিংস সংখ্যা তুলনামূলকভাবে কম।
লিটনের এই সাফল্য এমন এক সময়ে এলো যখন বাংলাদেশ দল কলম্বো টেস্টে ব্যাকফুটে। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া টাইগারদের চেয়ে ৪৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে তুলেছে ২৯০/২ রান। অপরাজিত ১৪৬ রানে ব্যাট করছেন ওপেনার নিশাঙ্কা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















