জো রুটের ক্যারিয়ার যেন নতুন করে পিক ছুঁয়েছে। ২০২২ সালের পর থেকে ধারাবাহিকভাবে ব্যাট হাতে রাজত্ব করছেন ইংলিশ এই ব্যাটার। হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেই গড়েছেন আরও একটি বড় কীর্তি—টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ফিফটির মালিক এখন তিনি।
রুটের ক্যারিয়ারে এটি ছিল ৬৬তম ফিফটি, যা তাকে পাশে বসিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের। দুই জনের চেয়ে এগিয়ে আছেন কেবল শচীন টেন্ডুলকার, যার ফিফটির সংখ্যা ৬৮। ভারতের বিপক্ষে চলমান সিরিজে আর মাত্র দুটি ফিফটি করলেই শচীনের রেকর্ড ছুঁয়ে ফেলবেন রুট, এমনকি এক ধাপ এগিয়েও যেতে পারেন।
শুধু ফিফটি নয়, টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও দ্রুত এগিয়ে চলেছেন রুট। ৫৩ রানের ইনিংসটি তার মোট রানকে নিয়ে গেছে ১৩,০৮৭-এ। রিকি পন্টিংয়ের ১৩,৩৭৮ রানের চেয়ে মাত্র ২৯১ রান পিছিয়ে আছেন রুট। এই সিরিজেই সেই ব্যবধান ঘোচানো অসম্ভব নয়।
সবমিলিয়ে জো রুটের পঞ্চাশোর্ধ ইনিংস এখন ১০২টি, যা তাকে শচীন (১১৯), ক্যালিস ও পন্টিংয়ের (১০৩) পরেই বসিয়েছে তালিকার তিন নম্বরে। আর একটি ফিফটিতেই দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি।
টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের স্থান বহু আগেই নিশ্চিত করেছেন জো রুট। এখন তার দৃষ্টি ইতিহাসের পাতায় নাম লেখানোর দিকে—যেখানে শচীনের রেকর্ড আর বেশি দূরে নয়। বয়স, অভিজ্ঞতা ও ধারাবাহিকতা—সব কিছু মিলিয়ে রুট এখন কিংবদন্তির পথে হেঁটে চলেছেন আত্মবিশ্বাসের সঙ্গেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















