ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও আলোচনায় ঋষভ পান্ত। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার এই পারফরম্যান্সে এতটাই মুগ্ধ যে তিনি পান্তকে মহেন্দ্র সিং ধোনির চেয়েও ভালো উইকেটকিপার-ব্যাটার হিসেবে আখ্যা দিয়েছেন।
মাঞ্জরেকার বলেন, “আমি শতরান দেখতে ভালোবাসি, কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় সেই শতরান। পান্ত ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে সেঞ্চুরি করেছে। এটাই তাকে আলাদা করে তোলে।”
পরিসংখ্যানেও পান্ত এগিয়ে। বিদেশের মাটিতে ধোনির ৪৮ টেস্টে রান ২৪৯৬, মাত্র একটি সেঞ্চুরি। অন্যদিকে পান্ত ৩০ টেস্টেই করেছেন ১৯৭৬ রান, যার মধ্যে রয়েছে একাধিক সেঞ্চুরি ও ফিফটি, এবং গড়ও বেশি। এমন পারফরম্যান্সের ভিত্তিতে মাঞ্জরেকার বলেন, “সম্মান রেখেই বলছি, ধোনির বিদেশের মাটিতে বড় ইনিংসের সংখ্যা কম। পান্ত সেই জায়গায় অনেক এগিয়ে।”
তিনি আরও বলেন, “পান্তের ব্যাটিং বিশুদ্ধ বাতাসের মতো। আমি আজও ভাবছিলাম, হয়তো আবার ৯০-এর ঘরে থেমে যাবে। কিন্তু ও দেখিয়ে দিয়েছে কেন তাকে ভারতের সেরা উইকেটকিপার-ব্যাটার বলা হয়।”
পান্ত ইতোমধ্যেই প্রমাণ করেছেন, শুধু সীমিত ওভারে নয়, লাল বলের ক্রিকেটেও তার আগ্রাসী স্টাইল কতটা কার্যকর। সঞ্জয় মাঞ্জরেকারের মতে, ভবিষ্যতে পান্তই হতে পারে ভারতের টেস্ট উইকেটকিপারদের মধ্যে সেরা নাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















