ডাচদের সামনে ১০৬ রানে গুটিয়ে গেলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই দলের লড়াইয়ে এগিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৬ রানে অলআউট হয়েছে নেপাল। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার চার বল পর্যন্ত টিকতে সমর্থ হয় নেপালের ব্যাটাররা।

নেপালের পক্ষে অধিনায়ক রোহিত পাউডেলের ব্যাটে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর কোন ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেন নি। চারজন্য ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সমর্থ হন। করণ কেসির ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান।

নেদারল্যান্ডসের স্ট্রাইক বোলার ভিভিয়ান কিংমা কোন উইকেট না পেলেও অন্য বোলাররা ঠিকই ছড়ি ঘুরিয়েছেন। তিনটি করে উইকেট পেয়েছেন টিম প্রিংগেল ও লোগান ব্যান ভিক। এছাড়া দু’টি করে উইকেট শিকার করেছেন পল ভ্যান মিকিরেন ও বাস ডি লিডি।

Exit mobile version