চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ফের শিরোপা জয়ের পথে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। শিরোপা ধরে রাখার মিশনে আজ শনিবার তারা লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারায় তারা। আবাহনী ১৫ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে।
অন্যদিকে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নিয়ে দুই নম্বরে মোহামেডান। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিততে পারলে মোহামেডানের পয়েন্ট হবে ২৪। সেক্ষেত্রে আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচটিতে জিততেই হবে মোহামেডানকে।
এদিন বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে আবাহনী ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















