ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক স্কোয়াশের জমজমাট আসর। শনিবার ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে দুটি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল মো. হাসান-উজ-জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে গওস, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার এবং স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় ছয়টি দেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়া। নারী বিভাগেও থাকছে স্যাটেলাইট ট্যুর, যেখানে বাংলাদেশের প্রথম সারির নারী স্কোয়াশাররা অংশ নিচ্ছেন।
নারী বিভাগে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দু, মেঘনা, জুঁই, মানিকা ও পূজা রানীসহ মোট ১৪ জন প্রতিযোগী মাঠে নামবেন। আন্তর্জাতিক নারী স্কোয়াশারদের মধ্যেও নজর কেড়েছেন মালয়েশিয়ার যমজ বোন ভিনিকা ও ভার্টিকা, যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
আন্তর্জাতিক এই আসরের মাধ্যমে বাংলাদেশ স্কোয়াশ নতুন উদ্দীপনা পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের স্কোয়াশকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফেডারেশন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















