ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনার পর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু তাই নয়, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিও এমন ঘটনার পর শোক প্রকাশ করেছেন।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন অবস্থান করছে ঢাকায়। তবে পাকিস্তানের এই দলে নেই শাহিন শাহ আফ্রিদিসহ আরও বেশকিছু সিনিয়র ক্রিকেটার। তবে বাংলাদেশের এমন মর্মান্তিক ঘটনার পর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহিন লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি।’
অন্যদিকে বাংলাদেশকে হৃদয়ের কাছের দেশ উল্লেখ করে নাসিম শাহ লেখেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি দুঃখজনক দিন। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছের। এই ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি আমার গভীর সহানুভূতি ও প্রার্থনা। এই অন্ধকার সময়ে আল্লাহ যেন তাদের শান্তি ও শক্তি দান করেন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















