গতকাল (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে পর্দা নামে চারদিনব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫-এর। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয় দেশের স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন।
পুরুষদের চ্যালেঞ্জ ট্যুর-৩ প্রতিযোগিতায় আটজন বাংলাদেশি স্কোয়াশার প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন বিদেশি পেশাদারের সঙ্গে। সেমিফাইনালে ইরানের সেপার শ্রীলংকার শীর্ষ খেলোয়াড় রাভিন্দু লোকশ্রীকে এবং কুয়েতের বাদর আলমাগাবী ভারতের দেওয়াকর সিংকে হারিয়ে ফাইনালে ওঠেন। চূড়ান্ত লড়াইয়ে ইরানি স্কোয়াশার সেপার কুয়েতের বাদরকে হারিয়ে শিরোপা জিতে নেন।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন। তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি পুরুষ স্কোয়াশ খেলোয়াড়’ নির্বাচিত হন।
নারী বিভাগের লড়াইটিও ছিল জমজমাট। মালয়েশিয়ার দুই খেলোয়াড় ভাটরিকা ও ভিনিকা সাইনি যথাক্রমে বাংলাদেশের মারজান মনিকা ও চাঁদনী সরকারকে হারিয়ে ফাইনালে পৌঁছান। ফাইনালে ভিনিকা ভাটরিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
বাংলাদেশের হয়ে নারী বিভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজান মনিকা। তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা স্কোয়াশ খেলোয়াড়’ খেতাব পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকর-উজ-জামান। সভাপতিত্ব করেন স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মো. হাসান-উজ-জামান। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, আরএফএল গ্রুপের এমডি আর এন পাল এবং ফেডারেশনের অন্যান্য সদস্যরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















