চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টানা ৩ হারের বিপর্যয়ের পর ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামার জন্য আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আসিফ হাসানের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি।
বিপিএলে ভালো করতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। টানা হারের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। তাই, দলে বাড়তি অনুপ্রেরনা যোগ করতেই অভিজ্ঞ এই প্লেয়ারকে ভেড়ানো হয়েছে। বহুমুখী প্রতিভাবান এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে খেলা এই খেলোয়াড়ের বিপিএলের ট্র্যাক রেকর্ড হিসেবে আনার মতোই। তার আগমনে ঢাকা ক্যাপটালস দলের মধ্যে আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতার উন্নয়ন ও দলের পারফরম্যান্স শক্তিশালী হবে বলে আশাবাদী টিম ম্যানেজম্যান্টের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














