২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আর সেই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বড় একা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন দেশের একটি গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানান।
এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অপ্রত্যাশিত বা আবেগঘটিত কোনো সিদ্ধান্ত নয়! বরং জাতীয় দলে ছয় থেকে আট মাস ধরে চলা দৃঢ় মানসিক চাপ ও দল থেকে বঞ্চনার কারণেই তিনি বাধ্য হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিতে।
এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘যখন ২০২৩ সালে খবরটা দিলাম, অনেক মিডিয়া ধারণা করেছে আবেগে ছেড়েছি। কিন্তু সত্যিই, আমি দীর্ঘ সময় সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিলাম।’
এছাড়া তামিম বলেন,‘সেখানে আমি একা অনুভব করতে শুরু করি। আমি সব সময় সবাইকে নিয়ে গল্প করতে পছন্দ করি। আড্ডা দিতে ভালোবাসি। হঠাৎ এসব থেকে আমাকে একা করে দেওয়া হলো। সেই অভাবটা আমি মেনে নিতে পারিনি।’
দেশে সেরা সাবেক এই ওপেনার আরও বলেন,‘অবসর জানাতে আমার পরিবারের সঙ্গেই কথা হয়েছে। হ্যাঁ, যেদিন ঘোষণা দিয়েছি, সেদিন আবেগাপ্লুত ছিলাম। তবে বেশ আগেই যে প্রেক্ষাপট তৈরি হতে শুরু করেছে, তা অনেকেই জানেন না।’
