গত মৌসুমে যখন ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরপাক খাচ্ছিল হতাশার সাগরে, তখনও একটিই মুখ ছিল আশা জাগানিয়া-ব্রুনো ফের্নান্দেস। গোল, অ্যাসিস্ট কিংবা মাঠজুড়ে প্রাণভোমরার মতো দৌড়ানো, পর্তুগিজ এই মিডফিল্ডারই যেন আলো জ্বালিয়েছিলেন ক্লাবের অন্ধকার অধ্যায়ে। আর নতুন মৌসুমে, সেই আলো আরও উজ্জ্বল দেখতে চান কোচ হুবেন আমুরি। তাঁর দৃষ্টিতে, মাঠের ভেতরে-বাইরে ‘নেতা’ হয়ে উঠা ফের্নান্দেসকে ঘিরেই গড়া হচ্ছে ইউনাইটেডের নতুন স্বপ্নের কাঠামো।

প্রাক-মৌসুমেই দেখা মিলেছে সেই ইঙ্গিতের। যুক্তরাষ্ট্র সফরে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শিকাগোতে ইউনাইটেডের ২-১ গোলে জয়ে উভয় অর্ধেই গোল করেন ফের্নান্দেস। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি, আর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক দূরপাল্লার শটে দ্বিতীয় গোল।

ফের্নান্দেসকে ঘিরে গুঞ্জন কম হয়নি। সৌদি আরবের আল হিলাল বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল তাকে। শুরুতে কিছুটা দোদুল্যমান থাকলেও শেষপর্যন্ত ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর এই অঙ্গীকার নতুন মৌসুমে কোচ আমুরির কৌশলকে দিয়েছে দৃঢ়তা।
“গত মৌসুমেই এটা পরিষ্কার হয়েছে, তার গোল, অ্যাসিস্ট-সব কিছুই ছিল দলের প্রাণ। এবার দলে আরও কার্যকর ফুটবলার এসেছে, যারা তাকে সহায়তা করতে পারবে। ও একজন প্রকৃত নেতা, মাঠের ভেতরে-বাইরে দুই জায়গাতেই,” বলেন কোচ আমুরি।

এবারের মৌসুমে কৌশলেও থাকছে পরিবর্তন। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ফের্নান্দেসকে খেলানো হয়েছে একটু ওপরে, নিচে ছিলেন মানুয়েল উগার্তে ও কবি মেইনু। সঙ্গে নতুন যোগ হওয়া মাথেউস কুইয়া। এর মধ্যেই ফুটে উঠেছে সামনের মৌসুমের কৌশলগত রূপরেখা।
কোচের ভাষায়, “গত মৌসুমে মাঝেমধ্যে ব্রুনোকে নিচে খেলাতে বাধ্য হয়েছি, কারণ আমাদের বিল্ড-আপে ওর দরকার পড়ত। কিন্তু ওর মতো একজনকে প্রতিপক্ষের বক্সের কাছ থেকে সরিয়ে আনলে, সেখানে তার প্রভাব কমে যায়।”
তবে শুধু প্রশংসা নয়, নেতার মতো আচরণের মাঝে কিছু চ্যালেঞ্জও দেখেন কোচ। “ব্রুনো মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে, তখন নিজের মূল কাজ থেকে মনোযোগ সরে যায়। সে সতীর্থদের এতটাই সাহায্য করতে চায় যে, নিজের দায়িত্বে হালকা গড়বড় হয়ে যায়। তবে এবার সে আরও পরিণত হবে বলেই আশা করছি।”

নেতা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন ব্রুনো ফের্নান্দেস। মাঠজুড়ে তার দৌড়, প্রচেষ্টা, গোলের ক্ষুধা আর নেতৃত্বের ক্ষমতা—সব মিলিয়ে তিনি যেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মৌসুমের কেন্দ্রবিন্দু। পাশে শক্তিশালী স্কোয়াড, সামনে কোচের আস্থা, আর নিজের অফুরন্ত নিবেদন—এই সমীকরণে গড়া হচ্ছে ইউনাইটেডের নতুন স্বপ্ন। ইউনাইটেডের কোটি সমর্থকের শেষ ভরসার নাম ব্রুনো। দল বাজে সিজন কাটানোর পরেও কোটি-কোটি ম্যান-ইউ ফ্যান তাকিয়ে থাকে তাদের ক্যাপ্টেনের দিকে। দলের বাকি সবাইকে নিয়ে অভিযোগ থাকলেও ব্রুনো কে নিয়ে কারো অভিযোগ নেই। নিজের সবটা উজাড় করে দেন লাল জার্সিতে। এই ভালোবাসা তো তার প্রাপ্যই!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















