প্রায় এক দশক পর আবারও ক্রিকেটবিশ্বে ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। শেষবার ২০১৪ সালে অনুষ্ঠিত হওয়ার পর মাঠে আর গড়ায়নি এই বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ’ নামে নতুন রূপে আবারও দেখা যেতে পারে টুর্নামেন্টটি।
এই নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চলতি বছরের জুনে ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত এক বৈঠকে এই উদ্যোগের কথা জানান তারা। সভায় আমন্ত্রিত ছিলেন আইপিএল, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, এমএলসি ও আইএলটি-২০ লিগের প্রধান নির্বাহীরা। সম্মিলিতভাবে সবাই নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছেন।
তবে বিস্ময়করভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর প্রতিনিধিদের।
২০২৬ সালে টুর্নামেন্টটি মাঠে গড়াতে হলে আয়োজকদের সামনে সবচেয়ে বড় বাধা হবে একটি উপযুক্ত সময় (উইন্ডো) নির্ধারণ করা। কারণ সারা বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে চলে নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয় বিপিএল, এসএ২০, আইএলটি-২০; মার্চ থেকে জুন পর্যন্ত আইপিএল ও পিএসএল; জুলাইয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি), আগস্ট-সেপ্টেম্বরে সিপিএল ও দ্য হান্ড্রেড এবং বছরের শেষ প্রান্তে বিগ ব্যাশ। এ অবস্থায় সেপ্টেম্বরের দিকেই নজর রাখতে পারে আয়োজকরা।
এই টুর্নামেন্টে কয়টি দল খেলবে, তা এখনো নিশ্চিত হয়নি। এর পাশাপাশি একটি বড় প্রশ্ন হলো—আইপিএলের মালিকানাধীন একাধিক দলের অংশগ্রহণ কেমন হবে? একই মালিকানার একাধিক দল অংশ নিলে স্বার্থসংঘাতের সম্ভাবনা থেকেই যায়। আয়োজকদের তাই এই বিষয়েও ভাবতে হবে।
২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়োজিত হওয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি একসময় বেশ জনপ্রিয় হলেও, দর্শক সাড়া ও আর্থিক লাভজনকতা কমে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। এবার শীর্ষ লিগগুলোর সম্মিলিত প্রচেষ্টায় নতুন আকারে আরও সমৃদ্ধভাবে ফিরে আসার আশায় আছে বিসিসিআই ও ইসিবি।
সবকিছু পরিকল্পনামাফিক চললে, ২০২৬ সালেই দর্শকরা আবারও উপভোগ করতে পারবেন বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর মধ্যে টি-টোয়েন্টির জমজমাট লড়াই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














