তবে কি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল?

ছবি: কালেক্টেড

ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার ১০ম আসরে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। শেষ চার নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বাকি দুটি দলও জায়গা করে নিয়েছে শেষ চারে। যদি উভয় দল নিজ নিজ সেমিফাইনাল ম্যাচে জয়ী হয়, তবে দীর্ঘ ২১ বছর পর ফের ফাইনালে দেখা হতে পারে এই দুই পরাশক্তির।

গ্রুপ পর্বেই নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেয় আর্জেন্টিনা ও ব্রাজিল। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা আর্জেন্টিনা চার ম্যাচে শতভাগ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। ইকুয়েডরকে ২-০, উরুগুয়েকে ১-০, চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে তারা। এ চার ম্যাচে গোল করেছে ৬টি, হজম করেছে মাত্র একটি।

অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে উঠে আসা ব্রাজিলও ছিল দারুণ ছন্দে। ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে শুরু, এরপর বলিভিয়ার বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়ের প্রদর্শন এবং প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের সাফল্য। চার ম্যাচে মোট ১২টি গোল করেছে ব্রাজিল, তাদের রক্ষণভাগ হজম করেছে মাত্র একটি।

সেমিফাইনাল শুরুর দিনক্ষণও চূড়ান্ত। ২৯ জুলাই আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। পরদিন, ৩০ জুলাই ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। সব ঠিকঠাক চললে ৩ আগস্ট ভোরে নারী ফুটবলে আবারও ইতিহাস রচনা করতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল—যেটি সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৩ সালে।

Exit mobile version