তরুণদের জন্য সুযোগ চাইলেন মিরাজ

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু মেহেদী হাসান মিরাজের। কিন্তু প্রথম সফরেই প্রত্যাশা পূরণ হলো না। প্রথম দুই ওয়ানডেতে ১–১ সমতার পর পাল্লেকেলেতে শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ।

সিরিজ হার নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতার অভাবে সিরিজ হারতে হয়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারেনি। শুরুতেও জুটি হয়নি। আমার মনে হয় এখানেই সমস্যা হয়েছে। আমরা আলোচনা করছিলাম আমাদের ইতিবাচক খেলতে হবে। যদি সুযোগ আসে, জয়ের দিকে যাব। শেষ ১০ ওভারে আমরা চেষ্টা করব। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করেছি।’

Exit mobile version