অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সোমবার সিলেটে বিপিএলের দশম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল। ব্যাটে হাতে দারুণ ব্যাটিং করেছেন বরিশালের অধিনায়ক তামিম। এ জয়ের ফলে তিন ম্যাচে দুটিতে জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হারিসকে হারায় রাজশাহী। ১৬ বলে ২২ রান করে তানভির ইসলামের বলে বোল্ড হন। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে রাজশাহীকে এগিয়ে নেন জিসান আলম।
অবশেষে দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট জুটিতে আঘাত হানেন ফাহিম আশরাফ। জিসান ২৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৮ রান করে ফেরেন। দলীয় ১৫.১ ওভারে বিদায় নেন ইয়াসির আলী। তিনি ২৩ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান করেন। এরপরেই ফিরে যান ৩৫ বলে ৩৮ রান করা অধিনায়ক বিজয়।
শেষ দিকে রান বাড়াতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। রায়ান বার্ল ১১ বলে ১০ ও আকবর আলী ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ফলে ২০ চার উইকেটে ১৬৮ রানে থামে রাজশাহী। বল হাতে বরিশালের পক্ষে শাহিন শাহ আফ্রিদী দুটি ও তানভির এবং ফাহিম আশরাফ একটি করে উইকেট নেন।
জবাবে ১৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। ওপেনার প্রীতম কুমার ৩ রান করে বোল্ড হয়ে ফেরেন। এরপর কাইল মায়ার্স ২৪ রান করে ফিরে যান। তবে অধিনায়ক তামিম ইকবাল ছিলেন বেশ সকর্ত। আস্তে আস্তে দলকে এগিয়ে নেন তিনি।
হাফসেঞ্চুরি পার করে সেঞ্চুরির পথে এগিয়ে যান তামিম। এসময় তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তামিম ৪৮ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন। এছাড়া মুশফিক ২৪ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। ফলে ১৭.৩ ওভারে তিন উইকেটে ১৬৯ রান তোলে বরিশাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















