সম্প্রতি অনুষ্ঠিত ১৬তম আইটিএফ জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়ানদো দল। পুরুষ সিনিয়র বিভাগে ৮টি এবং ভ্যাটার্ন বিভাগে ২টি স্বর্ণপদক জিতে শীর্ষে অবস্থান করে দলটি। ৮টি স্বর্ণপদক জিতে রানার্স আপ হয় সেন্ট্রাল তায়কোয়ানদো একাডেমি।
প্রতিযোগিতাটি ২৬ ও ২৭ জুন আজিমপুরে অবস্থিত সেন্ট্রাল তায়কোয়ানদো একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে দেশের ১১টি জেলা, একটি বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা গ্রুপ এবং বেশ কিছু ক্লাব ও থানা ভিত্তিক সংগঠন অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ইভেন্টগুলো ৩২টি ক্যাটাগরিতে বিভক্ত ছিল—যার মধ্যে ছিল শিশু, জুনিয়র, সিনিয়র এবং ভ্যাটার্ন বিভাগ, পুরুষ ও নারী উভয়ের জন্য। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, নওগাঁসহ বিভিন্ন জেলার পাশাপাশি বিভিন্ন ক্লাব ও একাডেমির তরুণ খেলোয়াড়রাও অংশ নেয়।
সেরা সুশৃঙ্খল দলের পুরস্কার জেতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিসনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি (IUBAT) তায়কোয়ানদো টিম। সেরা প্রশিক্ষকের তালিকায় স্থান পান এস কে বিজয় দাস, মোহাম্মদ ঈসা, শাহজাহান সম্রাট ও জহুরা মীম। সেরা খেলোয়াড় হন মোঃ আল আমিন শিকদার, আতিয়া মীম সারা, ওমর ওসমান প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তায়কোয়ানদো ফেডারেশনের প্রবর্তক মাস্টার মোঃ সোলায়মান শিকদার। উপস্থিত ছিলেন আরও বহু প্রশিক্ষক ও কর্মকর্তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















