ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলার বিচার কার্যক্রম এখন প্রায় শেষ প্রান্তে। তালাক না দিয়েই বৈবাহিক সম্পর্ক স্থাপনের অভিযোগে করা এ মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আগামী ১৪ জুলাই ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
মঙ্গলবার (১ জুলাই) মামলাটির ৩৪২ ধারার শুনানির জন্য নির্ধারিত দিনে আদালতে উপস্থিত ছিলেন নাসির হোসাইন। তবে পেশাগত কারণে অনুপস্থিত ছিলেন তামিমা সুলতানা। তার পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, আত্মপক্ষ সমর্থনের পর মাত্র দুটি ধাপ বাকি—চূড়ান্ত যুক্তিতর্ক ও রায়। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বহুল আলোচিত এই মামলার রায় জানা যেতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকাকালীনই নাসির ও তামিমা বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ।
মামলাটি তদন্ত করে পিবিআই ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে অভিযুক্ত করা হয় নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে। তবে বিচার শুরুর সময় তামিমার মাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক পর্ব শেষে ঘোষণা হবে বহু প্রতীক্ষিত রায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














