তৃতীয়বারের মতো বর্ষসেরা প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) জয় করেছেন লিভারপুলের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। এর আগে তিনি ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কার পেয়েছিলেন। এর ফলে প্রথম খেলোয়াড় হিসেবে মোহাম্মদ সালাহ তিনবার এই পুরস্কার পাওয়ার কৃতিত্ব দেখালেন।
এবারের পুরস্কারের দৌড়ে সালাহ’র সঙ্গে ছিলেন সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার, ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফানান্দেস, আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস ও নিউক্যাসলের স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক। তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন সালাহ।
মঙ্গলবার ম্যানচেস্টারে এক জমকালো অনুষ্ঠানে সালাহ এই পুরস্কার গ্রহণ করেন। গত মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সালাহ। ২৯ গোল করেছিলেন। এবারের মৌসুমে গোলে মিশন শুরু করেছেন সালাহ। গত শুক্রবার মৌসুম শুরুর ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলে লিভারপুল জয় পায়। এ ম্যাচেও গোল করেছেন। এ নিয়ে প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বাধিক গোলের তালিকায় সালাহ এখন চতুর্থ স্থানে উঠে এসেছে। নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় অ্যান্ডি কোলের সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
এর আগে দুইবার করে পিএফএ পুরস্কার জয় করেছেন থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, বেল, কেভিন ডি ব্রুইন, অ্যালান শিয়েরার ও মার্ক হিউজেস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















