বাংলাদেশ সফরে অবশেষে বড় স্কোরের দেখা পেল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১৭৮ রানের বড় সংগ্রহ পেলো সফরকারীরা। ফলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে হলে এই ম্যাচে বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান।
সিরিজের প্রথম ম্যাচের মত এই ম্যাচেও টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে ১১০ রানে অলআউট হওয়া পাকিস্তান তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড় করালো ১৭৮ রানের বড় স্কোর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে ৮২ রানের উদ্বোধনী জু’টি পায় বাংলাদেশ শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে। এদিন উভয়ে ছিলেন বেশ মারমুখী। তবে ১৫ বলে ২১ রান করা সাইম আইয়ুবকে আউট করার পর ৪১ বলে ৬৩ রান করা শাহিবজাদা ফারহানের উইকেটও তুলে নেন স্পিনার নাসুম আহমেদ।
দলীয় ৯৩ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়া পাকিস্তানকে শেষ পর্যন্ত ১৭৮ রানের সংগ্রহ এনে দিয়েছেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ।হাসানের ব্যাটে এসেছে ১৭ বলে ৩৩ রান। আর মোহাম্মদ নেওয়াজ, যার ব্যাটে এসেছে ২৭ রানের বিস্ফোরক ইনিংস।
শুরুতে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেও চার ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাসিম আহমেদকে। এদিন বাংলাদেশের পক্ষে চার ওভারে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন দুই পেসার যথাক্রমে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে। এই ম্যাচে জয় পেলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে। যা হবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনন্য এক অর্জন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















