তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৪০৪/৮

সিলেটে টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদ লেখা পর্যন্ত তৃতীয় দিন লাঞ্চবিরতিতে বাংলাদেশের সংগ্রহ ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪ রান। বাংলাদেশের লিড ১৭৭।

মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায়। বল হাতে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২৭.১ ওভারে ৬০ রান দিয়ে নেন ৬ উইকেট। এছাড়া নাইম হাসান নেন দুটি উইকেট।

Exit mobile version