কানাডিয়ান ওপেন থেকে টিনএজার ভিক্টোরিয়া মোকোর বিদায়টা দেখতে পাচ্ছিলেন টেনিস প্রেমীরা। একে তো সেমিফাইনারে প্রতিপক্ষ সাবেক উইম্বল্ডন চ্যাম্পিয়ন ইলিনা রাইবাকিনা। তার ওপর প্রথম সেটে দাঁড়াতেই পারেননি। ১-৬ গেমে হেরে গেছেন। কিন্তু স্বাগতিক এই টিন এজার সবাইকে চমকে দিলেন। পরের দুই সেটে জয় নিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি বিশ্ব র্যাংকিংয়ের সাবেক শীর্ষ তারকা ওসাকার মুখোমুখি হবেন।
দারুণভাবে ঘুরে দাঁড়ানো ম্যাচ মোকো জয় পেয়েছেন ১-৬, ৭-৫ ও ৭-৬(৭-৪) গেমে। এ জয়ের মাঝ দিয়ে বিশ্ব র্যাংকিংয়ে নিজের অবস্থানের বেশ উন্নতি করেছেন মোকো। বছরের শুরুতে ৩৩৩ নম্বরে থাকা মোকো এখন শীর্ষ পঞ্চাশে উঠে আসার সম্ভাবনা তৈরি করেছেন। ফাইনালে ওঠার পথে মোকো হারিয়েছেন সোফিয়া কেনিন ও কোকো গাউফের মতো খেলোয়াড়দের।
এদিকে ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে ওসাকা হারিয়েছেন ষোলোতম বাছাই খেলোয়াড় ডেনমার্কের ক্লারা টাউসনকে। এই ডেনিস জাপানি তারকার কাছে ৬-২, ৭-৬(৯-৭) গেমে হেরেছেন।
পুুরুষদের বিভাগে গ্র্যান্ড স্ল্যামে তিনবারের রানার আপ আলেক্সান্ডার জভেরেভ বিদায় নিয়েছেন। রাশিয়ার তারকা কারেন কাচানভের কাছে সেমিফাইনালে হেরেছেন তিনি। ফাইনালে কারেনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বেন শেলটন। স্বদেশি টেলর ফ্রিটজকে ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে তিনি ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।
