আন্তর্জাতিক রেসিং অঙ্গনে বাংলাদেশের নাম যিনি বহুবার উজ্জ্বল করেছেন, সেই রেসার অভিক আনোয়ার এবার শিরোনামে এলেন এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে কার রেসিংয়ে অংশ নিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।
শনিবার সকালে অভিক আনোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। পেজটির অ্যাডমিন জানান, “সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।”
এর কয়েক ঘণ্টা আগেই অভিক নিজের একটি পোস্টে জানিয়েছিলেন রেসের প্রস্তুতি সম্পর্কে। তিনি লিখেছিলেন, “গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!”
বাংলাদেশে রেসিং খেলাটি এখনো খুব বেশি পরিচিত নয়। তবে অভিক আনোয়ার একাই এই খেলার প্রতি আগ্রহ তৈরি করে চলেছেন। কানাডায় পড়াশোনার সময় থেকেই নিজেকে প্রস্তুত করেছেন রেসিং দুনিয়ার জন্য। এরপর একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদেশের মাটিতে জয় তুলে নিয়েছেন, হয়ে উঠেছেন প্রথম রেস জয়ী বাংলাদেশি।
অভিকের এই দুর্ঘটনার খবরে সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত-সমর্থক ও ক্রীড়ামোদীরা। এখন কেবল প্রার্থনাই তাকে আবার রেস ট্র্যাকে ফেরানোর আশার আলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















