ফিক্সিংয়ের অভিযোগে আলোচনায় থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় দাঁড়িয়ে গেছে।
পাইলট সরাসরি বলেন,
“বিপিএলকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে, সেটা একেবারেই ব্যাকফুটে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। ভালো খবর কম, নেতিবাচক খবরই বেশি শোনা যায়। অথচ সাত-আট বছর আগেও বিপিএল ছিল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। ব্র্যান্ডিং ছিল বড় পরিসরে। দল নেওয়ার জন্য বড় বড় কোম্পানি প্রতিযোগিতা করত, টিভি রাইটস ও স্পন্সররা আগ্রহ নিয়ে এগিয়ে আসত। কিন্তু সেই চিত্র এখন নেই। গত আসরেই বেশ কিছু দল মান ধরে রাখতে ব্যর্থ হয়েছে।”
তবে সমাধানের পথও বাতলে দিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। তার মতে, বিসিবি চাইলে বিপিএলকে নতুন করে দাঁড় করানো সম্ভব:
“এক-দুই বছরের মধ্যে টুর্নামেন্টকে ভালো জায়গায় নেওয়া সম্ভব। এর জন্য বিসিবিকে কঠোর হাতে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন—খেলার ভেন্যু তিনটা থেকে বাড়িয়ে পাঁচ-ছয়ে নেওয়া, হোম-অ্যাওয়ে ম্যাচ চালু করা, শক্তিশালী স্পন্সর ও দলীয় মালিক খুঁজে বের করা। দলগতভাবে আয়োজন করলে বিপিএল আরও সুন্দর হবে।”
সব পক্ষ একসঙ্গে কাজ করলে বিপিএলের মান বাড়বে বলে বিশ্বাস পাইলটের:
“বিপিএল উন্নত করতে হলে প্রত্যেকটি দিককে গুরুত্ব দিতে হবে—দল মালিকানা, স্পন্সর, আম্পায়ার, মানসম্মত উইকেট, ম্যাচ যেন পাতানো না হয়। ড্রেসিংরুম থেকে শুরু করে প্রতিটি জায়গায় নজরদারি থাকলে সমস্যা হওয়ার সুযোগ কমবে। সব জায়গায় ভালো ও খারাপ মানুষ আছে, তবে সমন্বিতভাবে কাজ করলে টুর্নামেন্টের কোয়ালিটি অনেক বেড়ে যাবে।”
শেষ আসর নিয়ে হতাশাও প্রকাশ করেন পাইলট:
“প্রতিবারই আমরা আশা করি, বিপিএলে স্মার্ট ক্রিকেট দেখব। কিন্তু গত বছর সেটা হয়নি, অনেক হতাশ হয়েছি। আশা করি সেই ভুল থেকে শিক্ষা নেবে সবাই। বিসিবি এবার নতুন আঙ্গিকে বিপিএল সাজাতে চাইছে, যদি সেটা হয় তবে খেলোয়াড় থেকে দর্শক—সবাই উপকৃত হবে।”
