দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ!

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ২৮০ রানে হেরেছে টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন কোচ সোহেল ইসলাম।

প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন,‘আরো ভালো খেলার আশা করেছিলাম। ব্যাটিংটা প্রথম ইনিংসে ভালো করতে পারিনি সেখানেই পিছিয়ে গিয়েছি। তবে আমরা খেলেছি এক নম্বর দলের বিপক্ষে। ওদের মাঠে, বলের তো সুবিধা আছে সব মিলিয়ে আর কি।’

এছাড়া চেন্নাই টেস্টেও ব্যাট হাতে ভুগেছেন সাকিব। বোলিংয়ে ভালো করতে পারেনি। এ বিষয়ে তিনি বলেন,‘সাকিবের সাথে অনেকদিন তো আসলে কাজ করিনি। এখান থেকে সে বিষয়ে বলাটা আসলে ঠিক না। কিছু বলাটাও ঠিক না কারণ কাছে থেকে যারা দেখতেছে তারা বিষয়টি বলতে পারবে।’ৎ

সফরে কানপুর টেস্টে নিয়ে বলেন,‘একটা টেস্ট ম্যাচে বুঝতে হবে প্রথমদিকে পেস বল ভালো হয়। তারপরে মাঝখানে তৃতীয় দিনে ব্যাটিং করা সহজ। চতুর্থ দিনে আবার বল অনেক বেশি ঘুরতে থাকে অনেক কিছু হয়। আমরা যখন বল করেছি তখন আসলে প্রথম দিকে ঠিক ছিল পরে আর হয়নি। দ্বিতীয় টেস্টে চেষ্টা তো থাকতে হবে।’

Exit mobile version