গল টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা আক্ষেপে পুড়ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। আগের দিন জোড়া সেঞ্চুরির পর তাদের সামনে সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির! কিন্তু না! দিনের শুরুতেই দেড়শ থেকে ২ রান দুরে থাকতেই ফিরে যান অধিনায়ক শান্ত। এরপর মুশফিকের দিকে তাকিয়ে ছিলেন সবাই।
অবশ্য মুশফিক ঠিক ভাবেই এগিয়ে যাচ্ছিলেন! কিন্তু লাঞ্চের পর বৃষ্টিতে ভেস্তে যায় সব আশা! বৃষ্টি পর্যন্ত একরকম আর বৃষ্টির পর বাকি সময়ে আরেকরকম! গল টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের অবস্থা ছিল এমন। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের ১৪৯ রানের জুটিতে দারুণভাবে এগোতে থাকলেও, শেষ দিকে হোঁচট খেয়েছে তারা।
শেষ দিকে মাত্র ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সব মিলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। শেষ দুই ব্যাটসম্যান হাসান মাহমুদ ও নাহিদ রানা। এর আগে সকালে দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন ১৪৮ রান করা নাজমুল হোসেন শান্ত। পরে বড় জুটি গড়েন মুশফিক ও লিটন।
এরপর লাঞ্চের পর নামে বৃষ্টি। প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পুনরায় শুরুর পরও ভালোভাবে এগোচ্ছিলেন দুজন। কিন্তু আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন মুশফিক। তার আগে নতুন রেকর্ড গড়েন মুশফিক।
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যান এই বাংলাদেশি ব্যাটার। ১৬৩ রান করে। এই ইনিংস খেলার পথেই গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রান ছাড়িয়ে গেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনের হাজারের বেশি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৬৫৪ রান), এরপরই আছেন দুই ইংলিশ উইকেটকিপার ব্যাটার যথাক্রমে জস বাটলার (১১,৮৮১ রান) ও জনি বেয়ারস্টো (১১,৫৮১ রান)।
মুশফিকের বিদায়ের পরের ওভারে লিটনও ধরেন ড্রেসিং রুমের পথ। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত। পরে মিলান রাত্নায়েকে নেন আরও ৩ উইকেট। এর আগে প্রথম দিন শেষে শান্ত-লিটনের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৯২ রানে থামে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















