ছক্কার রেকর্ড আর ইমনের ঝড়ো সেঞ্চুরির পর হাসান-ফিজদের অবিশ্বাস্য বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে সোমবার রাতে ফের মাঠে নামছে লিটন দাসের দল।
শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিততে মরিয়া টিম টাইগার্স। তবে এই ম্যাচে দেশে সেরা কাটার মাস্টার মোস্তাফিজকে পাচ্ছে না টাইগাররা। সঙ্গে আরও এক পরিবর্তন আসছে একাদশে।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ফলে এ ম্যাচে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম। যদিও প্রথম ম্যাচে ৯ বলে ১০ রান করে বিদায় নেন তামিম।
অধিনায়ক লিটন দাস আপাতত ওয়ানডাউনে থাকছেন। দীর্ঘ দিন অপফর্মে থাকা এই টপঅর্ডার ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে ৮ বলে মাত্র ১১ রান করে বিদায় নেন। চার নম্বরে আপাতত তাওহীদ হৃদয়ই থাকছেন।
জাতীয় দলের এই তরুণ ব্যাটার দারুণ শুরুর পর প্রথম ম্যাচে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেনি। তবে পাঁচে আসছে পরিবর্তন। ব্যাট বলে ব্যর্থ হওয়া শেখ মাহেদীকে দ্বিতীয় ম্যাচে জায়গা ছাড়তে হবে। তার পরিবর্ত জাকের আলীকে সুযোগ দেওয়া হবে এই পজিশনে।
তবে মাহেদীর পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। সেটি হলে শামিমকে দেখা যাবে ছয় নম্বরে। তখন সাতে থাকবেন রিশাদ হোসেন। অন্যদিকে আইপিএল খেলার কারণে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে বিসিবি।
তার পরিবর্তে একাশে ফিরতে পারেন অভিজ্ঞ শরিফুল ইসলাম। এছাড়া তানভিরের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন পেসার হাসান।
