দ্রুততম সেঞ্চুরির পর তামিমকে মনে পড়ে ইমনের

পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৭ রানে জয় পেয়েছে লিটন দাসের দল। শনিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইমনের ঝড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাতের ইনিংস থামে ১৬৪ রানে।

ম্যাচে একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ৫৪ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ইমন বলেন, ‘এটা আমার জন্য বিশেষ কিছু। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। অবশ্যই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি শুধু উইকেট কাজে লাগিয়ে নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলেছি। নিজের পরিকল্পনা মাফিক খেলার চেষ্টা করেছি।’

এছাড়া বিসিবির এক ভিডিও বাতায় ইমন বলেন,‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিং রুমে আসার আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে।’

২২ বছর বয়সী এই ওপেনার আরও বলেন,‘তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগত। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে। তামিম ভাইয়ের একশটা মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। মনে ছিল আমার।’

Exit mobile version