বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তৃতীয় আসর শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে চতুর্থ চক্র। ২০২৫-২৭ সময়কালীন এই নতুন চক্রে প্রথম টেস্টেই মাঠে নামছে বাংলাদেশ দল। ১৭ জুন গলে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টেস্ট অভিযান, যা চলবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
এই চক্রে বাংলাদেশ খেলবে সর্বমোট ১২টি টেস্ট ম্যাচ, ছয়টি সিরিজে বিভক্ত—তিনটি ঘরের মাঠে ও তিনটি বিদেশে। চক্রের শুরুতেই রয়েছে শ্রীলঙ্কা সফর, যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর ২০২৬ সালে ঘরের মাঠে পাকিস্তান (মার্চ) ও ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর) সিরিজ খেলবে তারা। একই বছর সফর করবে অস্ট্রেলিয়া (আগস্ট) ও দক্ষিণ আফ্রিকায় (নভেম্বর)। সর্বশেষ সিরিজটি হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে।
এই ছয় প্রতিপক্ষের মধ্যে চার দলের বিপক্ষেই শেষ সিরিজে বাংলাদেশ হারেনি। পাকিস্তানকে করেছে ধবলধোলাই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র। শুধুমাত্র হেরেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে।
নতুন চক্রে পয়েন্ট সিস্টেম অপরিবর্তিত রয়েছে—জয় পেলে ১২, ড্রতে ৪ ও টাইয়ে ৬ পয়েন্ট। এবার ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১টি, সিরিজ ২৭টি। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জুনে লর্ডসে।
অধিনায়ক শান্ত জানিয়েছেন, এই চক্রে আরও ভালো করার লক্ষ্য রয়েছে দলের। গত চক্রে চারটি জয় পাওয়া বাংলাদেশ এবার নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চাইবে আরও দৃঢ়ভাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















