শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে ঘোষিত দলে দুই বছর পর ফিরেছেন ওপেনার নাঈম শেখ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও।
নাঈম শেখের দলে ফেরার পেছনে তার ধারাবাহিক পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৬১৮ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। বিপিএলেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে। এ নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো ও ফর্মে থাকা ক্রিকেটার হিসেবেই নাঈমকে বিবেচনায় নেওয়া হয়েছে।”
তবে প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ সৌম্য সরকারকে দলে না রাখার কারণ নিয়ে। প্রধান নির্বাচক জানান, “সৌম্য ১০ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। তিনি আমাদের পরিকল্পনায় আছেন। তবে বর্তমানে ফর্মের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে আরও প্রস্তুত করতে হবে। আমরা তাকে আরও একধাপ এগিয়ে আনতে চাই তার যোগ্যতা অনুযায়ী।”
শ্রীলঙ্কায় বর্তমানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে। ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই একই মাঠে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৫ ও ৮ জুলাই, পাল্লেকেলেতে।
