দূর্দান্ত এক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়েও ৪-২ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে। শেষ মূহুর্তে নিকো পাজ ও জোসেলুর গোলে নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ।
এ জয়ের ফলে দিয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘সি’ গ্রুপে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। এক ম্যাচ হাতে রেখেই রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের যোজন যোজন ব্যবধান। রিয়ালের কাছে হারের পর তাদের পয়েন্ট ৭।
নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদের শুরুটা ছিল দারুণ। স্পষ্ট আধিপত্য ছিল তাদের। কিন্তু শুরুর চমকটা দেখায় নাপোলি। নবম মিনিটেই জিওভান্নি ডি লরেঞ্জোর সহযোগিতায় জিওভান্নি সিমেওনে নাপোলিকে এগিয়ে নেন। তবে শুরুতে মনে হয়েছিল গোলরক্ষক আন্দ্রিই লুনিন বল রুখে দিয়েছেন। কিন্তু গোললাইন প্রযুক্তি ব্যবহারের পর রেফারি গোলের ঘোষণা দেন। ভিএআরে দেখা যায় বল গোললাইন অতিক্রম করেছে।
খুব বেশি সময় অবশ্য গোলের বোঝা বইয়ে বেড়াতে হয়নি রিয়াল মাদ্রিদকে। মাত্র দুই মিনিটের ব্যবধানে রদ্রিগোর গোলে স্বাগতিক দল খেলায় সমতা ফিরিয়ে আনে। শুধু তাই নয়, এগিয়ে যাওয়ার উৎসবটাও করে তারা। ২২ মিনিটে সেই উৎসবের উপলক্ষ এনে দেন জুডে বেলিংহাম। এ মৌসুমে রিয়ালের হয়ে ১৬ ম্যাচে এটা তার ১৫তম গোল। এ গোলে একটা কীর্তিও গড়েছেন বেলিংহাম। ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচের চারটিতেই গোলের কীর্তি গড়েছেন তিনি।
বেলিংহামের এই গোল আরো একটা কীর্তির সাক্ষী হয়েছে। গত বছর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৪২ ম্যাচে ১৪ গোল করা বেলিংহাম এ গোলের মাঝ দিয়ে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো , আলফ্রেডো ডি স্তেফানো আর প্রুডেন সানচেজের রেকর্ডকে। তারা রিয়ালের হয়ে প্রথম ১৫ ম্যাচে ১৩ গোল করেছিলেন। এছাড়া ফ্রেঞ্চ পুসকাসের গোল ছিল ১১টি।
দ্বিতীয়ার্ধের শুরুতে নাপোলি এগিয়ে গেলেও ৮৪ ও ৯৪ মিনিটে নিকো পাজ ও জোসেলুর গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















