নাসিরের অলরাউন্ডার পারফরম্যান্সেও দলের হার

ঢাকা প্রিমিয়ার লিগে দশম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে ধানমণ্ডি ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার বিকেএসপিতে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা ধানমণ্ডি। এ জয়ের ফলে ১০ ম্যাচে ধানমণ্ডির পয়ে ১০। সমান খেলায় রুপগঞ্জের পয়েন্ট ৫।

বিকেএসপির মাঠে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮০ রান করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের পক্ষে আব্দুল্লাহ গালিব ৬৫, নাসির হোসেন ৭৭, আরিফুল হক ৪৮ রান করেন। বল হাতে ফজলে মাহমুদ ১০ ওভারে ৫৯ রান দিয়ে নেন তিন উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান তোলে। দলের পক্ষে আজমির ৪০,হাবিবুর রহমান ৩৩,ফজলে মাহমুদ ৪৭ রান করেন। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত। তিনি ৯৫ বলে ৯ বাউন্ডারি ও দুই ছক্কায় ৯৭ রান করে বিদায় নেন। এছাড়া ইয়াসির আলী ৫৫ ও মনি খান অপরাজিত ৫ রান করেন।

Exit mobile version