ভারতকে ছাড়াই ঢাকায় হবে এসিসির সভা!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ বছর সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ। তবে এখনও এশিয়া কাপের বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব কিছু ঝুলে আছে ২৪ জুলাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায়! যে সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।

সব কিছু ঠিক থাকলে এবার এসিসি সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারত এই সভা সরিয়ে নিতে আহ্বান জানিয়েছিল। তবে ভারত না এলেও এসিসি সভা বাংলাদেশেই হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে মিঠু বলেছেন, ‘আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবে।’

এছাড়া মিঠু বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি আসবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। এটি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তাদের উপস্থিতির বিষয়ে আশাবাদী। যদিও না আসেন, ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য থাকছে।’

Exit mobile version