সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার। কিন্তু স্প্যানিশ লীগের শীর্ষস্থানীয় দল রিয়াল মাদ্রিদ রোববার সে সুযোগ হারালো। নিজেদের মাঠে রায়ো ভায়কানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এর ফলে জিরোনা এককভাবে শীর্ষে উঠে এসেছে।
১২ ম্যাচ শেষ জিরোনার পয়েন্ট ৩১। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৭।
ম্যাচে রিয়াল মাদ্রিদের ছিল একচ্ছত্র আধিপত্য। শুরু থেকেই তারা একের পর এক আক্রমণ চালিয়েছে। রায়ো ভায়েকানোর পোস্ট লক্ষ্য করে তারা ২২টি শট নিয়েছে। কিন্তু একবারও তাদের শট জাল স্পর্শ করতে পারেনি। এর ফলে এ মৌসুমে রিয়াল মাদ্রিদ এই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি অবশ্য স্ট্রাইকারদের ব্যর্থতায় চিন্তিত নন। তিনি বলেন, গোল নিয়ে আমি চিন্তিত নই। আমরা বিভিন্নভাবে গোল করার চেষ্টা করেছি। আমাদের চেষ্টাগুলো কার্যকর হয়নি। তবে খেলায় এমনটা ঘটতে পারে।’
গোল করতে ব্যর্থ হলেও আনচেলোত্তি খেলোয়াড়দের প্রশংসা করেছেন। বলেছেন, খেলোয়াড়রা ভালো খেলেছে, তারা একাধিক সুযোগও তৈরি করেছে। খেলার ফলাফলে আমরা হতাশ তবে ম্যাচ ঠিক ছিল।’
এমনিতেই রায়ো ভায়েকানোর রক্ষণভাগ ভালো খেলেছে। তারা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সুযোগই দিতে চায়নি। তবে গোলরক্ষক স্টোল দিমিত্রিসকি অসাধারণ খেলেছেন। একের পর এক রিয়াল মাদ্রিদের চেষ্টা প্রতিহত করেছেন। প্রথমার্ধে ফেডেরিকো ভালভার্দে ও জোসেলুর দুটো চমৎকার চেষ্টা প্রতিহত করেন তিনি।
রায়ো ভায়েকানোর চমৎকার প্রতিরোধের মাঝে ৬৬ মিনিটে একবার রিয়াল মাদ্রিদ গোলের দেখা পেয়েছিল। ভিনিসিয়ূস জুনিয়র করেছিলেন গোলটি। গোলের বৈধতায় তার কোনো সন্দেহ ছিল না। অন্তত তার গোল উৎসব সে কথায় বলছিল। কিন্তু অফসাইডের কারণে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়।
ম্যাচ শেষে রায়ো স্ট্রাইকার রাউল ডি টমাস বলেন, আমাদের দলের জন্য এটা দারুণ ফল। এখানে খেলা কঠিন কাজ কিন্তু আমরা দারুণ চেষ্টা করেছি এবং সতীর্থরা যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’
রিয়াল মাদ্রিদ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগার বিপক্ষে খেলবে। এ ম্যাচে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















