দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্ব শেষ। এখন দলগুলো প্রস্তুতি মূল লড়াইয়ের। বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে দলগুলো নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে। এ মাসেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সে উপলক্ষে দল ঘোষণা করেছে দলটি। তবে দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
লম্বা একটা সময় মাঠের বাইরে নেইমার। তারপরও সাবেক ফুটবলাররা নেইমারকে ঘিরে স্বপ্ন বুনছে। তবে বাস্তবাত ঠিক বিপরীত। ইনজুরির কারণে নেইমার দলে ঢুকতে পারছেন না। ক্লাব ফুটবলে নিয়মিত হতে পারছেন না। বাম পায়ের ইনজুরির কারনে এবার তাকে দলের রাখেননি কোচ কার্লো আনচেলোত্তি।
বুধবার আনচেলোত্তি ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে ডেকেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসকে। নেইমারের পাশাপাশি দলে ডাক পাননি গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োস।
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।
ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : বেন্তো, এডারসন, হুগো সোসা
ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















