বড় সময় ধরে চোটে ভরা পথ পেরিয়েও নেইমার যেন দমছেন না। বাঁ পায়ের মেনিস্কাসে নতুন ব্যথা ধরা পড়তেই সান্তোসের মেডিক্যাল টিম তাকে সরাসরি বিশ্রামের নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে প্রয়োজন হলে অ্যান্থ্রোস্কপি সার্জারিও করতে হতে পারে, আর এমনটা হলে ২০২৫ সালের বাকিটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে।
কিন্তু নেইমার নিজের সিদ্ধান্তে অনড়। ব্রাজিলিয়ান লিগে রেলিগেশনের মুখে থাকা সান্তোসের শেষ তিন ম্যাচ তার কাছে শুধু ম্যাচ নয়, দায়বদ্ধতা। তাই চিকিৎসকদের সব সতর্কতা উপেক্ষা করেই বৃহস্পতিবার তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন হাঁটুতে সাপোর্ট বেঁধেই।
ক্লাব সভাপতি মারসেলো টেক্সেইরা জানিয়েছেন, হাঁটুর অবস্থা বোঝার জন্য ধারাবাহিক পরীক্ষা চলছে। চিকিৎসকেরা বলছেন, অপারেশন না করলে চোট আরও বাড়ার ঝুঁকি আছে, আর অপারেশন করলে কমপক্ষে এক মাস পুনর্বাসন লাগবে। এই পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়াও নেইমারের জন্য কঠিন হয়ে যেতে পারে।
এ বছরই চতুর্থবার ইনজুরি আক্রান্ত হলেন তিনি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত উরু, মাংসপেশি, হাঁটু মিলিয়ে চার দফা চোটে কাটিয়েছে মৌসুম। ফলে খেলতে পেরেছেন মাত্র ২৫ ম্যাচ, গোল করেছেন ৭টি। সেটা তার নতুন চুক্তির আলোচনাতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
দল বাঁচাতে নেইমার মাঠে নামতেই চান, কিন্তু শরীর বারবার সংকেত দিচ্ছে অন্য কিছু। এখন দেখার বিষয় এই যে, তিনি ঝুঁকি নিয়ে খেলবেন, নাকি শারীরিক অবস্থা মেনে নিয়ে থামবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















